خبرگزاری اهل‌بیت(ع) - ابنا

شنبه ۵ فروردین ۱۴۰۲
۱۲:۳۱
در حال بارگذاری؛ صبور باشید
شنبه
۱۴ آبان
۱۴۰۱
۲۰:۰۲:۴۶
منبع:
Parstoday
کد خبر:
1320601

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয়: মির্জা ফখরুল

বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। তারা অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

آآ

শনিবার বিকেলে বাংলাদেশের বিভাগীয় শহর বরিশালে রাজনৈতিক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের গণসমাবেশে ফখরুল বলেন,  ১৪ বছর ধরে এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে আওয়ামীলীগ। 

তিনি আরও বলেন, বিদ্যুৎ নিয়ে সরকার খুব ঢাকঢোল পিটিয়েছে। এমন ঢাকঢোল পিটিয়েছে যেন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। অথচ এখন সেই বিদ্যুৎ আর নেই। চারদিকে বিদ্যুৎ সমস্যায় নানা সংকটে হাহাকার সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে সরকারকে বিদায় করেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করা হবে বলে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন বিএনপির এ শীর্ষ নেতা।#

342/