خبرگزاری اهل‌بیت(ع) - ابنا

پنجشنبه ۲۷ دی ۱۴۰۳
۷:۵۲
در حال بارگذاری؛ صبور باشید
پنجشنبه
۴ آذر
۱۳۸۹
۲۰:۳۰:۰۰
منبع:
ABNA
کد خبر:
214553

খুলনায় পবিত্র ঈদে গাদীর উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় আঞ্জুমানের পাঞ্জাতানী’র উদ্যোগ আয়োজিত পবিত্র ঈদে গাদীর উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

آآ

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ১৮ই জিলহজ্ব পবিত্র ঈদে গাদীর উপলক্ষে বিশেষ সভা, গতকাল (২৫শে নভেম্বর) খুলনাস্থ আঞ্জুমানে পাঞ্জাতানী’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ ইবরাহিম খলিল রাজাভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ রাজা।

এছাড়া এ সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড মুসলিম অরগ্যানাইজেশনের সভাপতি সাইয়্যেদ মুঈনুল ইসলাম, আঞ্জুমানের পাঞ্জাতানী’র সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মাদ ইকবাল ও সহসাধারণ সম্পাদক সাইয়্যেদ ইমতিয়াজ মীর্জা।#