خبرگزاری اهل‌بیت(ع) - ابنا

پنجشنبه ۲۷ دی ۱۴۰۳
۱۳:۳۸
در حال بارگذاری؛ صبور باشید
دوشنبه
۶ دی
۱۳۸۹
۲۰:۳۰:۰۰
منبع:
ABNA
کد خبر:
218764

ইসরাইলী জঙ্গী বিমানের লেবাননের আকাশসীমা অতিক্রম

জায়নবাদী ইসরাইলের জঙ্গি বিমানগুলো দক্ষিণ লেবাননের আকাশসীমা অতিক্রম করেছে।

آآ

আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: জায়নবাদী ইসরাইলের জঙ্গি বিমানগুলো জাতিসংঘের ১৭০১ নং আইন লঙ্ঘন করে লেবাননের আকাশসীমা অতিক্রম করে লেবাননের আকাশে উড্ডয়ন করেছে।

প্রথমে জায়নবাদী ইসরাইলের দু’টি যুদ্ধ বিমান উক্কার অঞ্চলের আকাশসীমা অতিক্রম করে এ সময় ঐ বিমান দু’টি মাঝামাঝি উচ্চতায় উড্ডয়ন করছিল। অতঃপর এদেশের দক্ষিণ অঞ্চলের দিকে চলে যায়। এছাড়া আরো দু’টি যুদ্ধ বিমান গতকাল দুপুরের পূর্বে বা’লাবাক ও এর পার্শ্ববর্তী অঞ্চলের স্বল্প উচ্চতায় উড়তে থাকে।#