خبرگزاری اهل‌بیت(ع) - ابنا

دوشنبه ۸ مرداد ۱۴۰۳
۵:۲۸
در حال بارگذاری؛ صبور باشید
سه‌شنبه
۱۹ بهمن
۱۳۸۹
۲۰:۳۰:۰۰
منبع:
ABNA
کد خبر:
225249

মিসরের গণ বিক্ষোভের প্রতি সমর্থন জানানোর অপরাধে;

সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেপ্তার

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বাহিনী মিসরের মুসলমানদের প্রতি সমর্থন জানানোর অপরাধে সেদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করেছে।

آآ

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বিশ্বস্ত এ সূত্র সংযুক্ত আরব আমিরাতে ঘোষণা করেছে যে, এদেশের কর্তৃপক্ষ ৫০ বছর বয়স্ক হাসান মুহাম্মাদ নামক জনৈক রাজনৈতিক সক্রিয় ব্যক্তিত্বকে গত শুক্রবার গ্রেপ্তার করে।

এ সূত্র জানিয়েছে যে, ইসলামপন্থী এ রাজনৈতিকবিদ এদেশের ‘খুরফেকান’ শহরে জুমআর নামাযের পর বক্তৃতাকালে মিসরের রাজধানী কায়রো’র আত তাহরির স্কয়ারে এদেশের জনগণের গণ বিক্ষোভ ও মোবারকের পদত্যাগের ব্যাপারে তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়েছিলেন।

উক্ত সূত্র আরো জানিয়েছে যে, তার বক্তৃতার পর আরব আমিরাতের নিরাপত্তা বাহিনী জনাব হাসান মুহাম্মাদের পরিবারকে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোন কিছু না বলেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বলাবাহুল্য, জনাব হাসান মুহাম্মাদ সংযুক্ত আরব আমিরাতের শিক্ষাবোর্ডে কর্মরত ছিলেন। ইতিপূর্বে তিনি ২০০৭ সালে সমালোচনামূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

উল্লেখ্য, আরব আমিরাত কর্তৃপক্ষ মসজিদে সকল প্রকার রাজনৈতিক তত্পরতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।#