خبرگزاری اهل‌بیت(ع) - ابنا

سه‌شنبه ۲۶ تیر ۱۴۰۳
۱۵:۴۲
در حال بارگذاری؛ صبور باشید
سه‌شنبه
۱۰ دی
۱۳۹۲
۲۰:۳۰:۰۰
منبع:
Fars
کد خبر:
491232

মুসলমান হলেন জাপানী এক কম্পিউটার ইঞ্জিনিয়ার

জাপানী ঐ ইঞ্জিনিয়ার ইরানের আস্তারা অঞ্চলের জুমআর খতিবের দফতরে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে রেজা নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন।

آآ

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কম্পিউটার ইঞ্জিনিয়র ‘আতুশি নাকাতা’ গত সোমবার (৩০শে ডিসেম্বর) বিকেলে আস্তারা শহরের জুমআর খতিব ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন কাযেম হাফেজ নিয়া’র কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় তিনি রেজা নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নেন। রেজা (২৭) জাপানের টোকিও শহরের বাসিন্দা, তিনি ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে পেয়ে একে নিজের ধর্ম হিসেবে বেছে নিয়েছেন।

তিনি বলেন : বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশুনা ও গবেষণার পর এ বিষয়টি উপলব্ধি করতে পেরেছি যে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আর এ কারণেই ইসলাম ধর্মকে নিজের ধর্ম হিসেবে বেছে নিয়েছি।