২ মার্চ ২০২১ - ১০:৫৮
স্থিতিশীলতা ফেরাতে মার্কিন সেনা বহিষ্কার অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ: ইরানি কমান্ডার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর কোঅর্ডিনেশন ব্রিগেডিয়ার জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করা হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি পদেক্ষেপ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরান সফররত ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও তার সঙ্গী প্রতিনিধিদলের সঙ্গে গতকাল (সোমবার) এক বৈঠকে এসব কথা বলেন জেনারেল আবদুল্লাহি। ইরাকের জাতীয় সংসদে গত বছরের জানুয়ারি মাসে মার্কিন সেনাদের বহিষ্কারের বিষয়ে যে প্রস্তাব পাস হয়েছে সে সম্পর্কে ইরানি সেনা কমান্ডার কথা বলছিলেন।

সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের হত্যাকাণ্ড প্রসঙ্গে জেনারেল আবদুল্লাহি বলেন, মার্কিন সরকারের মাধ্যমে সংঘটিত এই হত্যাকাণ্ড ছিল ক্ষমার অযোগ্য অপরাধ।#     

342/