আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শহীদ আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের স্মরণে বিশেষ শোক সভা ইরানের পবিত্র কোম নগরিতে অবস্থিত হযরত ফাতিমা মাসুমার (সা. আ.) মাজার সংলঘ্ন শাবিস্তানে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন প্রেসিডেন্টের উলামা বিষয়ক উপদেষ্টা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হাজ আবুল কাসিম। এছাড়া এতে শোকগাঁথা পেশ করেন সাইয়্যেদ রেজা তাহভিলদার।#
২১ মে ২০২৪ - ০৩:৪৩
News ID: 1459974